চন্দনাইশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

“দুর্যোগে আগাম সতর্কতা, সবার জন্য কার্যব্যবস্থা” এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় চট্টগ্রামের চন্দনাইশেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২২ উদযাপন করা হয়েছে।

এ-উপলক্ষ্যে চন্দনাইশ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে র‌্যালি, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী। এসময় উপজেলা প্রকৌশলী মুহাম্মদ জুনাইদ আবছার চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাসান আহসানুল কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রিয়াদ হোসেন, অ্যাকাডেমিক সুপার ভাইজার বিপিন চন্দ্র রায়, প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া, পিপিএস নির্বাহী পরিচালক নুরুল হক চৌধুরী, দোহাজারী পৌরসভা যুবলীগ যুগ্ম আহবায়ক মোহাম্মদ সোলায়মানসহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে চন্দনাইশ ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আবু হেলালের নেতৃত্বে ফায়ার সার্ভিসের চৌকস কর্মীরা ভূমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ক মহড়া প্রদর্শন করেন।

আরও পড়ুন