হাটহাজারীতে ভ্রাম্যমান অভিযানে যানবাহনকে জরিমানা
চট্টগ্রামের হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতে বেশ কিছু মটরসাইকেল সহ যানবাহনের বিরুদ্ধে মামলা ও জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (১২ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিআরটিসি, নতুনপাড়া ব্রিজ এলাকায় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু রায়হান এই অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু রায়হান জানান, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ীর কাগজ পত্র না থাকার অপরাধে ৭ জন চালককে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানে সহযোগিতা করেন হাটহাজারী মডেল থানার পুলিশ।