মিরসরাইয়ে লরির ধাক্কায় আহত ছাত্রদল কর্মীর মৃত্যু

মিরসরাইয়ে লরির ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহি ছাত্রদল কর্মী নুর উদ্দির বাবু (২০) মারা গেছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সে উপজেলার খৈয়াছড়া ইউনিয়ন ছাত্রদলের সক্রিয় কর্মী বলে জানান চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল সভাপতি জাহিদুল আফসার জুয়েল।

নিহত নুর উদ্দিন উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া পর্দ্দাবাজ গ্রাম আব্দুল লতিফ মেস্ত্রী বাড়ির মোহাম্মদ হোসেনের ছেলে।

জানা গেছে, গত বুধবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাইপাসে ধাক্কায় গুরুতর আহত হয়। এরপর উদ্ধার করে তাকে চমেকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে সে মারা যায়। শুক্রবার বিকেলে জানাযা শেষে তাকে দাফন করা হয়েছে।

খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক দুর্ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ আলমগীর বলেন, গত বুধবার বড়তাকিয়ার এলাকায় লরি ধাক্কায় একজন আহত হয়েছে বলে শুনেছি। তবে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত নই। আমি খোঁজ নিয়ে দেখছি।

আরও পড়ুন