মিরসরাইয়ে যুবলীগ কর্মী খুনের মামলায় ইউপি সদস্য গ্রেফতার
মিরসরাইয়ে যুবলীগ কর্মী শহিদুল ইসলাম আকাশ (২৮) হত্যা মামলায় ইউপি সদস্য মিজানুর রহমানকে (৪২) গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। বুধবার মিজানকে আদালতে পাঠানো হয়। মঙ্গলবার রাতে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের চিনকীরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ, ওইদিন সন্ধ্যায় নিহত আকাশের বোন নাজমা আক্তার বাদী হয়ে হুমায়ুন রশিদ মামুনকে প্রধান আসামী করে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনের নামে জোরারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মিজান মামলার ৫ নম্বর আসামী, তিনি ২ নং হিঙ্গুলী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর হোসেন মামুন বলেন, হত্যাকান্ডের ঘটনায় নিহতের বোন নাজমা ১৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। মঙ্গলবার রাতে মামলার ৫ নম্বর আসামী মিজানুর রহমানকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, পূর্ব শত্রæতার জের ধরে পরিকল্পিতভাবে গত সোমবার সন্ধ্যা ৬ টার সময় বারইয়ারহাট-করেরহাট সড়কের চিনকিরহাট বাজারে যুবলীগ কর্মী আকাশের মালিকানাধীন নাজমা টিম্বার এন্ড ফার্ণিচার মার্কেটের সামনে স্থানীয় সন্ত্রাসী হুমায়ুন রশিদ মামুনের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ১০-১৫ জন আকাশের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় আকাশকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ৯ টার সময় মারা যায় আকাশ।