মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত ৬৯
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে মিরসরাইয়ের ৬৯ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বাংলা প্রথমপত্র ও কুরআন মজিদ ও তাজবীদ পরীক্ষার মধ্যদিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।
এবার মিরসরাই উপজেলার ৭৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ হাজার ৪ শ’৭৯ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করেন। তার মধ্যে এসএসসিতে ৫ হাজার ৪ শ ৬৮ জন, দাখিলে ৯০৭, কারিগরি ও ভোকেশনালে ১০৪ জন পরীক্ষার্থীদের মধ্যে ৬৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান বলেন, উপজেলার ৯ টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনের পরীক্ষায় বাংলা প্রথমপত্র ৫৩ জন, দাখিলে কুরআন মজিদ ও তাজবিদে ১৫ ও কারিগরি ও ভোকেশনালে ১ জনসহ ৬৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। প্রথম দিনের পরীক্ষা কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া অত্যন্ত সুন্দরভাবে শেষ হয়েছে।