চন্দনাইশে দুর্ঘটনায় চালকসহ আহত ৩
চট্টগ্রামের চন্দনাইশে পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক ও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাতটার দিকে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নস্থ রওশনহাট বটতল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতরা হলেন সিএনজি অটোরিকশা চালক জোয়ারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউনুস মিয়ার ছেলে পিয়ারু হোসেন (৩৫), যাত্রী মোহাম্মদপুর এলাকার নুরুল আমিন (৪২) ও বোয়ালখালীর মো. মোরশেদ (৩০)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকালে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের রওশনহাট বটতল এলাকায় কক্সবাজার অভিমূখী একটি আইসক্রিমবাহী পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-শ- ১১-৩৯১৬) বেপরোয়া গতিতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে সিনজি চালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে সিএনজি অটোরিকশায় থাকা চালক ও দুইজন যাত্রী গুরুতর আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাকসুদ আহমদ বলেন, দূর্ঘটনার সংবাদ পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ গাড়ি দুটি উদ্ধার করে দোহাজারী হাইওয়ে থানায় নিয়ে আসে। দূর্ঘটনায় আহতরা বিজিসি ট্রাস্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পিক-আপের চালক পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।