চন্দনাইশে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও বিদেশি সিগারেটসহ আটক ২

চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশের পৃথক অভিযানে এক হাজার পিস ইয়াবা ও চার হাজার পিস বিদেশী সিগারেট উদ্ধার করা হয়েছে। এসময় দুই জনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ভোররাত পৌণে তিনটার সময় চন্দনাইশ থানার উপপরিদর্শক (এস.আই) মো. খলিলুর রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় চন্দনাইশ পৌরসভার উত্তর গাছবাড়িয়া এলাকায় সড়ক ও জনপথ ভবনের পাশে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ বিদেশী সিগারেট চোরাচালানের মাধ্যমে পাচারকালে চার হাজার পিস বিদেশী সিগারেট সহ চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার ছদাহা ইউনিয়নের ছমদিয়া পুকুর পাড় এলাকার আব্দুর রহমানের ছেলে মো. হাছান উদ্দিন (৩৩) কে আটক করে।

এছাড়া একই স্থানে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে তিনটার সময় গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে চট্টগ্রামগামী যাত্রীবাহী শ্যামলী বাস তল্লাশি করে যাত্রী বেশে ইয়াবা ট্যাবলেট পাচারকালে এক হাজার পিস ইয়াবাসহ কুমিল্লা জেলার দেবীদ্বার থানার জাফরগঞ্জ ইউনিয়নের চর বাকর এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে সোহাগ সরকার (২৮) কে আটক করে।

ইয়াবা ও সিগারেটসহ আসামী আটকের সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, “আটক আসামীদের বিরুদ্ধে চন্দনাইশ থানায় মামলা দায়ের করে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”

আরও পড়ুন