হাটহাজারী উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম।

মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনায় আয়োজিত সভায় ধর্মীয় সহিংসতা, সন্ত্রাসবাদ, উগ্রবাদ ও জঙ্গিবাদ প্রতিহত করবার মধ্য দিয়ে আন্তঃধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখাসহ অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধনকে এগিয়ে নিতে দেশের প্রতিটি জেলা-উপজেলায় গঠন করা হয়েছে ‘সামাজিক সম্প্রীতি কমিটি’। শুধু উপজেলা নয় প্রত্যেক ইউনিয়নে স্ব স্ব ইউপি চেয়ারম্যানদের এই কমিটি গঠন করার বিষয়ে ও মন্ত্রী পরিষদ বিভাগ থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে বলে সভায় উল্লেখ করা হয়। উপজেলার ১৪ ইউনিয়ন ও একটি পৌরসভায় কমিটি গঠনের পর উপজেলা পর্যায়ে একটি সমাবেশ করার ও নির্দেশনা রয়েছে বলে জানানো হয়। এই কমিটির মাধ্যমে সারা দেশে অরাজকতা, সন্ত্রাস, জঙ্গীবাদ নির্মুল করে মুক্তিযুদ্ধের চেতনায় সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে।

সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আবু রায়হান, থানার অফিসার্স ইনচার্জ মোঃ রুহুল আমিন সবুজ, হাটহাজারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় যথাক্রমে নূরুল আলম বাশেক, মোক্তার বেগম মুক্তা, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, বৌদ্ধ ধর্মীয় প্রতিনিধি কেশব কুমার বড়ুয়া, হিন্দু ধর্মীয় প্রতিনিধি গোবিন্দ প্রসাদ মহাজন, প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন, ইউ চেয়ারম্যানদের পক্ষে সরোয়ার মোরশেদ তালুকদার, মাদ্রাসার অধ্যাক্ষ এস এম ফরিদ উদ্দিন, ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব সৈয়দ হাফেজ আহমদ, ব্যবসায়ী প্রতিনিধি দিদারুল আলম বাবুল, এডভোকেট বাসন্তী প্রভা পালিত, শিক্ষার্থীদের মধ্যে গিয়াস উদ্দিন, মোঃ মাসুদুল আলম, ফারহানা ইসলাম মাহুয়া প্রমূখ।

সভায় বিভিন্ন ইউপি চেয়ারম্যান, প্রশাসনের কর্মকর্তা সহ সমাজের বিভিন্ন শ্রেণির প্রতিনিধি কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন