সমাজ সেবা ও শিক্ষা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় পুলিশের বিশেষ সম্মাননা পেয়েছেন চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন বন্দর সেন্টারের বিশিষ্ট ব্যবসায়ী ও আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ঞপদ রায়ের পক্ষে আলহাজ¦ আনোয়ার হোসেনের হাতে এই সম্মাননা প্রদান করেন বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু সাঈদ রানা।
আলহাজ¦ আনোয়ার হোসেন ব্যবসা ও রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ- মাদ্রাসাসহ সেবামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত। চট্টগ্রাম মেরিন একাডেমি স্কুল এন্ড কলেজ ও দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ে আজীবণ দাতা এবং মেসার্স এ.এইচ এন্টারপ্রাইজের চেয়ারম্যান তিনি। এই সম্মাননায় তিনি পুলিশের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।