হাটহাজারীতে গোসল করতে নেমে পুকুরে বৃদ্ধের মৃত্যু
বাড়ির পুকুরে প্রতিদিনের মত গোসল করতে নেমেছিলেন আশির্ধো সৈয়দ অহিদুল প্রকাশ অহিদ ফকির। কিন্তু পুকুরে নামার পরপরই শাসকস্ট বেড়ে যাওয়ায় পুকুর থেকে পাড়ে উঠতে পারেনি। ডুবে যায় পুকুরে। মরদেহ চলে যায় পুকুর ঘাটের নিচে।
এদিকে ঘন্টা পেরিয়ে গেলেও ঘরে না ফেরায় পুকুর ঘাটে এসে তার গামছা লুঙ্গি দেখতে পেয়ে পুকুরে নেমে খোঁজাখুঁজির এক পর্যায়ে মরদেহ উদ্ধার করে বাড়ির লোকজন।
হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের পশ্চিম মেখল বড়পীর পাড়া মৃত আব্দুল হক মোক্তার বাড়ি প্রকাশ মুন্সি বাড়িতে শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত অহিদ ফকির ওই বাড়ির মৃত সৈয়দ আব্দুস সাত্তারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শাসকস্টে ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
শনিবার এশার নামাজের পর নিজ বাড়িস্থ আব্দুল হক মোক্তার ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।