মিরসরাইয়ে গাঁজাসহ আটক ৩ জন
মিরসরাইয়ে ২ কেজি ৩’শ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে মিরসরাই থানা পুলিশ। শুক্রবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাদিফকিরহাট এলাকার গাছবাড়িয়া ও খৈয়াছাড়া ইউনিয়নের আমবাড়িয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ কেজি ৩শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো চট্টগ্রাম নগরীর খুলশী এলাকার আব্দুল হকের ছেলে আব্দুল মালেক (৩৩), নোয়াখালী জেলার সুধারাম থানার জামালপুর গ্রামের জামালনগর চৌকিদার বাড়ির জাকির হোসেনের ছেলে জাকির হোসেন লিটন (৩৪) ও উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের উত্তর আমবাড়িয়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে ইসমাইল (২৮)।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, শুক্রবার দিবাগত রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে ২ কেজি ৩’শ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে। এছাড়াও অপর একটি অভিযানে মিরসরাই পৌরসভার নাজিরপাড়া এলাকার ফিরোজ সিআর পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে তাদের চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।