চন্দনাইশে ৭টি বিক্রয় কেন্দ্রে ওএমএস চাল বিক্রি শুরু

“শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই শ্লোগানে নিম্ন আয়ের মানুষকে সহায়তা দিতে খাদ্য অধিদপ্তর কর্তৃক বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) থেকে সারাদেশের ন্যায় চন্দনাইশেও খোলা বাজারে চাল বিক্রি কার্যক্রম (ওএমএস) শুরু হয়েছে।

ওএমএসের আওতায় ‘ক’ শ্রেণীর চন্দনাইশ পৌরসভায় ৪টি এবং ‘গ’ শ্রেণীর দোহাজারী পৌরসভায় ৩টি বিক্রয়কেন্দ্রে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি হবে। এছাড়া টিসিবির ফ্যামিলি কার্ডধারীরাও অগ্রাধিকার ভিত্তিতে চাল কিনতে পারবেন। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে চন্দনাইশ পৌরসভায় এ কার্যক্রম উদ্বোধন করেন চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক, ট্যাগ অফিসার উপজেলা অ্যাকাডেমিক সুপার ভাইজার বিপিন চন্দ্র রায় প্রমূখ।

চন্দনাইশ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অ.দা.) প্রমিত কুমার চাকমা জানান, নির্ধারিত ডিলারের মাধ্যমে ‘ক’ শ্রেণীর চন্দনাইশ পৌরসভার ৪টি ও ‘গ’ শ্রেণীর দোহাজারী পৌরসভার ৩টি বিক্রয়কেন্দ্রে বৃহস্পতিবার থেকে ওএমএসের চাল বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। ভোক্তা পর্যায়ে প্রতি কেজি চাল ৩০ টাকা দরে বিক্রি হবে। এ কার্যক্রমে একজন ব্যক্তি ৩০ টাকা দরে প্রতিদিন পাঁচ কেজি করে চাল কিনতে পারবেন। এছাড়া টিসিবির ফ্যামিলি কার্ডধারীরা মাসে দুইবার চাল কিনতে পারবেন। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রতিটি বিক্রয়কেন্দ্রে সংশ্লিষ্ট ডিলারেরা চাল বিক্রি করবেন।

আরও পড়ুন