চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় দুই দিনে পুকুরের পানিতে ডুবে মো.সজীব (১২), জোবায়েদ (৭) এবং মায়েশা (৫) নামের তিন শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ আগস্ট) সকাল ৯টার দিকে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদন্ডী ৮নং ওয়ার্ডের বড় পুকুর পাড় এলাকায় এবং দুপুর ১টা ৩০ মিনিটের সময় ৫নং সারোয়তলী ইউনিয়নের খিতাপচর গ্রামে পৃথক দুই ঘটনায় দু’জন মারা যান।
সর্বশেষ নিহত জোবায়েদ উপজেলার সারোয়াতলী ইউনিয়নের খিতাপচর গ্রামের মো. জয়নালের ছেলে।
তার চাচাত ভাই খায়রুজ জামান তুয়ার জানান, দুপুরে ঘরের পেছনের পুকুরে জোবায়েদ পড়ে যায়। তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে সকাল ৯টার দিকে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদন্ডী ৮নং ওয়ার্ডের বড় পুকুর পাড় এলাকায় পুকুরের পানিতে ডুবে মারা যায় মো. সজীব। নিহত মো.সজীব বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদন্ডী ৮নং ওয়ার্ডের বড় পুকুর পাড় এলাকার ওসমান গণি ফজুর ছেলে।
নিহত সজীবের চাচা মো. আলমগীর জানান, সকাল ৯টার দিকে জিলানী মসজিদ সংলগ্ন একটি পুকুরে গাছ থেকে তাল ঝরে পড়া তাল নিতে গিয়ে সজীব পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে রোববার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে মায়েশা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ মসজিদ ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মায়েশা বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী ফুলতল এলাকার মাহাদারো বাড়ির মো.আকতারের মেয়ে।
মায়েশার মামা রাশেদ জানান, বিকেলে খেলার সময় মায়েশা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মায়েশা মায়ের সঙ্গে দুইদিন আগে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ওহিউদ্দিন এবং চিকিৎসক ডা.ইসরাত হোসাইন বলেন, (২৮আগষ্ট) রবিবার বিকেল ৪টা ৫০ মিনিটের সময় মায়েশা (৫), (২৯ আগস্ট) সোমবার সকাল ৯টার দিকে মো.সজীব (১২) এবং ১টা ৩০ মিনিটের সময় জোবায়েদ (৭) নামের তিন শিশুকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তাদের তিনজনকে মৃত ঘোষণা করা হয়েছে। তবে হাসপাতালে আনার আগেই তিন শিশুর মৃত্যু হয়েছে।
বোয়ালখালীত পুকুরে ডুবে দুই দিনে দুই শিশুর মৃত্যু – CTG SANGBAD24