জামিজুরী রজবিয়া আজিজিয়া এতিমখানায় পোশাক ও শিক্ষাসামগ্রী বিতরণ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশন গ্রান্ডপ্রাপ্ত জামিজুরী রজবিয়া আজিজিয়া এতিমখানায় এতিম শিক্ষার্থীদের মাঝে পোশাক ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ আগস্ট) সকালে এতিমখানার শিক্ষার্থীদের মাঝে পোশাক ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান প্রতিষ্ঠানটির সভাপতি আলহাজ্ব মো. লোকমান হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জামিজুরী রজবিয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা আলহাজ্ব মুফতি আহমদ হোসাইন আল-কাদেরী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল্লামা আলহাজ্ব মুফতি মুহাম্মদ সিরাজ উদ্দীন আল-কাদেরী।
সিনিয়র শিক্ষক আবুল বশরের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন মাদ্রাসা গভর্নিং বডির সদস্য শরাফত আলী, জাকের হোসেন, কাজী সৈয়দ নূর। এসময় উপস্থিত ছিলেন- শিক্ষক মাস্টার মহিউদ্দিন, কাজী আহসান উল্লাহ্, এতিমখানা পরিচালনা পর্ষদ অর্থ সম্পাদক কাজী হাবিবুর রহমান, মাওলানা আব্দুল কুদ্দুস, মজিবুর রহমান, ইকবাল প্রমূখ।
পরে ২০ জন এতিম শিক্ষার্থীদের মাঝে পোশাক ও শিক্ষাসামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।