রাউজানে অগ্নিকাণ্ডে পুড়েছে ৫ দোকানের সবকিছু
চট্টগ্রামের রাউজানে মধ্যরাতের ভয়াবহ এক অগ্নিকাণ্ডে অন্তত ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে দোকান পুড়ে গিয়ে ব্যবসায়ীর ৭০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়। গত শনিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বিনাজুরী ইউনিয়নের কাগতিয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কাগতিয়া বাজারের অন্য ব্যবসায়ীরা বলেন, আগুন লাগার সাথে সাথে রাউজান ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে অন্য দোকানগুলো।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তে ব্যবসায়ীরা হলেন, হার্ডওয়ার দোকানের মালিক সজল কুমার, সবজি দোকানের মালিক জয় মল্লিক, রাইল মিলঘরের মালিক বিকাশ শীল, মাছ দোকানের মালিক মিন্টু দাশ ও মুদির দোকানের মালিক অনিল বড়ুয়া।
কাগতিয়া বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব নাজমুল খাঁন চৌধুরী বলেন, ‘আগুণ লাগার সংবাদে বাজারের ১৬৫টি দোকানের ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত দমকল বাহিনীর গাড়ি ঘটনাস্থলে আসায় ভয়াবহ ক্ষয়ক্ষতি থেকে রক্ষা মিলেছে।’
রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. নজরুল বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। আগুন নিয়ন্ত্রণে আসায় বাজারের অনেকগুলো দোকান বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।’ ‘আগুনের সুত্রপাত কিভাবে হয়েছে তা তদন্ত সাপেক্ষ বলা যাবে না বলে জানান তিনি।’