চার প্রতিষ্ঠানকে ৫৫হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই
চট্টগ্রামের চন্দনাই উপজেলার বিভিন্ন স্থানে বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিস কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার প্রতিষ্ঠানকে ৬৫হাজার টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) চন্দনাইশ উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিস এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে।
উক্ত অভিযানে নয়াহাটস্থ চিটাগাং ফুড প্রডাক্টস নামক প্রতিষ্ঠানটিকে পন্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত পণ্য বিক্রয় এবং ওজন ও পরিমাপ মানদন্ড অনুসৃত না হওয়ায় ১০হাজার টাকা, গাছবাড়িয়া খুনিয়ার পাড়া এলাকায় আব্দুল্লাহ বিন সোলাইমান আল জারবোয়ার মক্কা ফিলিং স্টেশন নামক প্রতিষ্ঠানটিতে ডিজেল ডিস্পেন্সিং ইউনিটে প্রতি ১০লিটারে ৬০ মি.লি. কম প্রদান করায় ৫হাজার টাকা, গাছবাড়িয়ার উত্তর হাসিমপুর এলাকায় বার আউলিয়া বেকারীকে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত পণ্য বিক্রয় এবং ওজন কারচুপির অভিযোগে ২০হাজার টাকা, বাগিচা হাট দিঘীরপাড়স্থ এ-ওয়ান ফুড প্রোডাক্টকে পাউরুটি, বিস্কুট, কেক পণ্যের লাইসেন্স গ্রহণ ব্যতীত উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতকরণের অভিযোগে ২০হাজার টাকাসহ মোট ৫৫হাজার টাকা জরিমানা ও মামলা দায়ের করা হয়।
চন্দনাইশ উপজেলার সহকারি কমিশনার ভূমি গালিব চৌধুরীর নেতৃত্বে পরিচালিত উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান, পরিদর্শক(মেট) প্রকৌশলী মোঃ জিল্লুর রহমান অংশগ্রহণ করেন।