বোয়ালখালীতে আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য হারাধন খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আহলা কড়লডেঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হারাধন চৌধুরীর (৬৫) খুন হয়েছেন। সাবেক এ ইউপি সদস্যের বাড়ি থেকে ২শ গজ দূরে একটি পুকুর পাড়ে তাঁর লাশ পাওয়া যায়।

বুধবার (১৭ আগস্ট) সকালে বোয়ালখালী থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। এ সময় তাঁর মোবাইল ও কম্বল পাওয়া যায় পাশের একটি জমিতে। নিহতের পরনে ছিলো লুঙ্গি, গায়ে শার্ট। তাঁর পায়ে কাদা লেগে ছিলো। তবে তাঁর শরীরের আঘাতের চিহ্ন দেখা যায়নি বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক।

তিনি জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।

নিহতের দ্বিতীয় স্ত্রী সুপ্রিয়া চৌধুরী জানান, বুধবার ভোর সাড়ে ৩টার দিকে বাড়ির আশেপাশে তিনটি অটো-রিকশা ঘোরাঘুরি করতে থাকে। তাই তিনি ভয়ে ঘরে না এসে বাড়ির বাইরে অবস্থান করছিলেন। সেখান থেকেই তাঁকে (হারাধন) থেকে ধরে নিয়ে যায়। এরপর তিনি ঘরে ফিরে আসেননি।

স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদু্ল্লাহ হারুন রিপন জানান, হারাধন মেম্বার ইউনিয়ন আওয়ামী লীগের শ্রম সম্পাদক। কয়েক মাস আগে দুর্বৃত্তের হামলায় মারাত্মকভাবে আহত হন তিনি। মঙ্গলবার রাতের অন্ধকারে তাকে হত্যা করে বাড়ির পাশে ফেলে রাখা হয়। মেম্বার হয়েও রাজনৈতিক কারণে তিনি কখনও পরিষদে যেতে পারেননি।

জানা গেছে, নিহত হারাধন চৌধুরী উপজেলার উত্তর কড়লডেঙ্গা গ্রামের হরদাশ মাতব্বর বাড়ির মৃত চিন্তাহরণের ছেলে। তার দুই সংসারে ৪ মেয়ে ও ১ ছেলে রয়েছে। তাঁর প্রথম স্ত্রী সন্তানদের নিয়ে শহরে থাকেন। গ্রামের বাড়িতে দ্বিতীয় স্ত্রী সুপ্রিয়া ও দুই মেয়েকে নিয়ে থাকতেন হারাধন চৌধুরী। তিনি কৃষি কাজ করে জীবীকা নির্বাহ করতেন।

আরও পড়ুন