লোহাগাড়ায় এক দোকানী গুনলো লাখ টাকা জরিমানা
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাধীন বড়হাতিয়া ইউনিয়নের সেনেরহাট বাজারে এক দোকানিকে লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার(১৬ আগস্ট) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান পরিচালিত অভিযানে এ জরিমানা আদায় করা হয়।
লাইসেন্সবিহীন দোকান পরিচালনা, অনুমোদনহীন সিলিন্ডার ও চাউল বিক্রি করাসহ বিভিন্ন অপরাধে নুরুল কবির স্টোরের মালিক মো. নুরুল কবিরকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। দোকানিকে দ্রুত সময়ের মধ্যে লাইসেন্স করার নির্দেশনা প্রদান ও অনুমোদনহীন পণ্য নিষ্পত্তি করতে বলা হয়।
অভিযানে লোহাগাড়া থানার এসআই শিপক, স্থানীয় ইউপি সদস্যসহ পুলিশ বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।