জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনকল্পে হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় সংগঠনের সভাপতি মোঃ আসলাম পারভেজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি ন. ম জিয়াউল হক চৌধুরী, সহ-সভাপতি বাবলু দাশ, জাহেদ মঞ্জু, মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, অর্থ সম্পাদক আবু সাহেদ, নির্বাহী সদস্য শ্যামল নাথ।
উপজেলা কৃষি অফিসার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঐক্য পরিষদের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মোঃ আবুল বাশার, যুগ্ম সম্পাদক উজ্জ্বল নাথ, সহ-সম্পাদক আরফাতুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সুমন পল্লব, ক্রীড়া সম্পাদক জাহেদুল আলম, দপ্তর সম্পাদক আবুল মনছুর, সমাজ কল্যাণ সম্পাদক আসাদুজ্জামান শাকিল, প্রচার সম্পাদক আবু নোমান, সহ-প্রচার মোঃ ওসমান গনি প্রমূখ।
সভায় দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচী পালনের উদ্যোগ নেয়া হয়।