জাতীয় শোক দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে পটিয়া উপজেলা আওয়ামী লীগ।
শনিবার (১৩ আগস্ট) দুপুরে পটিয়া উপজেলা কনফারেন্স হলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জামানের সভাপত্বিতে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ সঞ্চলনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এবং জাতীয় শোক দিবস পালন কমিটির প্রধান সমন্বয়ক আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী।
এ সময় মহান জাতীেয় শোক দিবস উপলক্ষে ৭দিনের কর্মসূচি ঘোষণা করে উপজেলা আওয়ামী লীগ।
১৫ আগস্ট থেকে ২২ই আগস্ট পর্যন্ত পটিয়া উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে এসব কর্মসূচী বাস্তবায়ন করা হবে।
উক্ত প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক সদস্য দেবব্রত দাশ দেবু, পটিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি আলমগীর আলম, উপজেলা যুবলীগের আহবায়ক হাসানউল্লা চৌধুরী এবং পটিয়া উপজেলা, পৌরসভা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ নেতৃবৃন্দ।