বের হলো নামাজ পড়তে ফিরলো লাশ হয়ে
চট্টগ্রামের ফটিকছড়ির ধর্মপুর ইউপিতে আনোয়ারুল আজিম (৪০) নামে এক যুবককে হত্যা করে বাড়ীর গেইটের সামনে রক্তাক্ত লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১১ আগষ্ট) দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পেতি বাদশা বাড়ীতে এ ঘটনা ঘটে।
পরিবারার সুত্রে জানা যায়, ‘বৃহস্পতিবার রাতে এশা’র নামাজ পড়তে যাবে বলে ঘর থেকে বের হন আজিম। নামাজের সময় অতিবাহিত হওয়ার পরও ছেলে ঘরে না ফেরায় নিহতের মা রাত ১০ টার দিকে বাড়ী সংলগ্ন মসজিদে খোঁজ নিতে বের হন। ছেলেকে খুঁজতে গিয়ে বাড়ীর গেইটের সামনে বের হওয়া মাত্র দেখতে পান ছেলের রক্তাক্ত লাশ।
পরে বাড়ীর লোকজন এসে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে গহিরা জে.কে. মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইউ.পি সদস্য মোরশেদুল আলম জানান, নিহত আনোয়ারুল আজিমের মুখ, গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
খবর পেয়ে রাত সাড়ে ১১ টার দিকে ঘটনাস্থলে যান ফটিকছড়ি থানা পুলিশ।
নিহত আনোয়ারুল আজিম ওই এলাকার মৃত ফজল বারিকের প্রকাশ বারেক সেট এর ছেলে। তার স্ত্রী ১২ বছর বয়সী ১মেয়ে, ৭ ও ৪ বয়সী দুই ছেলে সন্তান রয়েছে। তিনি পরিবারসহ নগরীতে বসবাস করলেও মাঝে মধ্যে বাড়ীতে আসা-যাওয়া করতেন।