বোয়ালখালীতে ৭ব্যবসায়ীকে ১০হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বুড়িপুকুর পাড় সংলগ্ন রেল ক্রসিং ও রেল লাইনের দুই পাশে অস্থায়ী বাজার ও ভ্রাম্যমাণ দোকানপাটের কারণে সৃষ্ট যানজট নিরসন ও সম্ভাব্য দুর্ঘটনা প্রতিরোধে ৭টি দোকান উচ্ছেদসহ ১০হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট ।

শনিবার (০৬আগষ্ট) মোবাইল কোর্ট পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ মামুন।

এছাড়া কানুগোপাড়া সড়কের দুই পাশে গাছের গুঁড়ি স্তুপ করে যানবাহন ও জন সাধারণ চলাচলে অসুবিধা সৃষ্টি করায় বোয়ালখালী উপজেলার অলিবেকারীর খাজা সো মিলের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

বোয়ালখালী উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ মামুন বলেন,মোবাইল কোর্ট পরিচালনা করে বুড়িপুকুর পাড় সংলগ্ন রেলক্রসিং ও রেল লাইনের দুই পাশে বসা অস্থায়ী দোকানগুলো উচ্ছেদ করা হয়।

এসময় স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এ ৬ ব্যবসায়ীকে জরিমানা করা হয়। এছাড়া সড়কের দুই পাশে গাছের গুঁড়ি রেখে জনদূর্ভোগ সৃষ্টি করায় অলিবেকারী এলাকায় খাজা সো মিলের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ এবং দ্রুত গাছের গুঁড়ির স্তুপ সড়ক থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে।

আরও পড়ুন