মোমবাতি থেকে সৃষ্ট আগুনে সীতাকুন্ডের ৬ বসতঘরের বিপুল পরিমান ক্ষয়ক্ষতি সাধিত হবে।
শুক্রবার রাত সাড়ে ৮ টায় সীতাকুন্ডের বাড়বকুন্ড মান্দারীটোলা হারিছ উদ্দিনের ঘর থেকে আগুনের এই সূত্রপাত বলে জানা গেছে।
জানা গেছে, বিদ্যুৎ না থাকায় ওই এলাকার হারিছ উদ্দিনের ঘরে মোমবাতি জ্বালিয়ে প্রাত্যাহিক কাজ করছিল ঘরের লোকজন। হঠাৎ মোমবাতি পড়ে গিয়ে প্রথমে কাপড়ে ও পরে পুরো ঘরে আগুন লেগে যায়। মাত্র ১৫মিনিটের মধ্যে আগুন ৬ বসতঘরে ছড়িয়ে পড়ে।
পরে প্রতিবেশীরা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই ৬টি ঘর পুড়ে ছারখার হয়ে যায়।
সীতাকুন্ড ফায়ার সার্ভিসের লিডার আব্দুল আলীম জানান, মান্দরীটোলা হারিছ উদ্দিনের বাড়ীতে আগুন লাগার খবর ফোন পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে টিম পাঠিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে শুস্ক মৌসুম হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং দুটি পরিবারের ৬ সদস্যের বসত ঘরে পুড়ে যায়।
স্থানীয় মেম্বার জামাল উদ্দিন জানান, বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বলছিল ঘরে। বেখেয়ালে মোমবাতি পড়ে গিয়ে আগুন ছড়িয়ে পড়ে। ১৫ মিনিটে ৬টি বসতঘর পুড়ে যায়। পড়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ আনে।