রাউজানে সড়ক দুর্ঘটনায় নুরুল আবছার নামের এক ব্যক্তি নিহত

চট্টগ্রামের রাউজানে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিভে গেল এস এম নুরুল আবছার (৫৫) নামের এক ব্যক্তির জীবন প্রদীপ। বৃহস্পতিবার (০৪ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কের নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কমলার দিঘির পাড়ে এই দূর্ঘটনা ঘটে।
নিহত নুরুল আবছার উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোকামি পাড়া গ্রামের মরহুম তোফাজ্জল মাস্টারের বাড়ির  প্রয়াত আবদুল মোনাফের ছেলে। সে চট্টগ্রাম নগরীর ওয়েল গ্রুপের একটি সুতা কারখানার কর্মরত ছিল। বিবাহিত জীবনে এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক তিনি।
তার মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্ত্রী ও সন্তানদের আহাজারিতে এ সময় হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, বুধবার রাতে কারখানায় রাত্রিকালীন ডিউটি শেষে বাড়ি ফেরার পথে কমলার দীঘিরপাড়ে গাড়ি থেকে নেমে সড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল ধাক্কা দিলে এস এম নুরুল আবছার (৫৫) সড়কে ছিঁটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। সেখান থেকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াপাড়া পাইওনিয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷
এই ঘটনায় মোটরসাইকেল আরোহী রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ৩ নম্বর ওর্য়াডের সিরাজুল ইসলামের ছেলে আতিকুল ইসলাম (৩৫) আহত হন।
নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক জয়নাল আবেদিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় এক পথচারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন