আনোয়ারায় আগামী ৭ আগষ্ট হতে ৩ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল উপলক্ষে পরৈকোড়া আহলে সুন্নাত ওয়াল জমাআতের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৩আগস্ট) বিকালে ওষখাইন শাহ্ আলী রজা (রহঃ)আলিম মাদরাসা প্রাঙ্গণে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শোহাদায়ে কারবালা মাহফিল প্রস্ততি কমিটির আহব্বায়ক ও ওষখাইন দরবার শরীফের শাহজাদা মাওালানা আবদুল কাদের চাঁদ মিয়া।
তিনি বলেন, ২০১৭ সাল হতে এ মাহফিল ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। করোনার কারনে এক বছর সীমিত পরিসরে মাহফিল অনুষ্ঠিত হলেও এবার বৃহতাকারে আয়োজন করা হচ্ছে। মাহফিলে দেশবরেণ্য ওলামা মাশায়েখ সুধীজন ইসলামী জীবন বিধানের উপর বিষয়ভিত্তিক আলোচনা ও দাওয়াতে রজার মাধ্যমে ইসলামের কালজয়ী আদর্শের আলোচনা করবেন। এছাড়াও দাফন-কাপনের উপর একটি প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
এসময় প্রস্ততি কমিটির সচিব হাসান জিয়াউল ইসলাম, শাহজাদা নেছার মিয়া,মো.লোকমান সওদাগর, শাহজাদা মিরু, মো.সেলিম, মো.আরিফ, মো.আইয়ুব, মো.আমজাদ হোসেন, লেদু মিস্ত্রি, রেজাউল করিম, মো.জসিম উপস্থিত ছিলেন।
এদিকে আধ্যাত্মিক সাধক মহাকবি শাহ সুফী আলী রজা প্রকাশ কানু শাহ (রহঃ) এর ২৬৩ তম খোশরোজ শরীফ ও ওষখাইন শাহ আলী রজা (রহঃ) আলিম মাদ্রাসার সালনা জলসা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। খোশরোজ শরীফ উপলক্ষে মামুরখাইন বাজার মোড় থেকে একটি র্যালী বের করা হয়। র্যালী শেষে মাজার প্রাঙ্গণে গিয়ে মাজারে পুষ্পমাল্য, জেয়ারত ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।