চন্দনাইশে ৮শ ইয়াবাসহ গ্রেপ্তার-১
চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৮শ পিস ইয়াবাসহ মো. বাবুল ওরফে বাবলু (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার (০২ আগস্ট) ভোর সোয়া ৫টার দিকে চন্দনাইশ থানার উপপরিদর্শক (এস.আই) মো. নুরুল ইসলাম সঙ্গীয় অফিসার-ফোর্সসহ চন্দনাইশ পৌরসভাস্থ উত্তর গাছবাড়ীয়া এলাকায় সড়ক ও জনপথ অফিসের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেক পোস্ট বসিয়ে চট্টগ্রামমূখী একটি পিক-আপকে থামার সংকেত দিলে মো. বাবুল ওরফে বাবুল পিক-আপ থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৮শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত মো. বাবুল ওরফে বাবলু কক্সবাজার জেলার টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের পূর্ব পাড়া মৌলভীবাজার এলাকার মৃত জমির উদ্দিনের ছেলে।
ইয়াবাসহ আসামী আটকের সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, “আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দনাইশ থানায় মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”