মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম রেললাইনের মিরসরাইয়ে এবার ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের (৩৫) মৃত্যু হয়েছে। সোমবার (১ আগস্ট) দুপুরে উপজেলার ৯ নং মিরসরাই সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের তালবাড়িয়া গ্রামের মিরসরাই রেলস্টেশনে এই দুর্ঘটনা ঘটে। ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের ডাউন লেইনে চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই যুবকের শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে মিরসরাই রেলস্টেশন। সোমবার দুপুরে স্টেশন এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হন। তবে তিনি এলাকার কেউ নন। ট্রেনে কাটা পড়ায় তার মাথা চূর্ণবিচূর্ণ হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যাচ্ছে না।

ঢাকা-চট্টগ্রাম রেললাইনের মিরসরাই-সীতাকুন্ড অংশের দায়িত্বে থাকা সীতাকুন্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম জানান, মিরসরাই রেলস্টেশনে সোমবার দুপুরে মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবক নিহত হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মাথার অংশ ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় লাশের পরিচয় শনাক্ত করতে কিছুটা সময় লাগছে।

আরও পড়ুন