চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বিভিন্ন এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ এর বিভিন্ন ধারায় চার বেকারী প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট ।
শনিবার (৩০ জুলাই) বোয়ালখালী উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ মামুন।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ এর বিভিন্ন ধারায় রায়খালী এলাকার ঢাকা বেকারীকে ৫০০০ টাকা, জমাদার হাট এলাকার শাহ্ আমানত বেকারীকে ৫০০০টাকা, মৌসুমী খামারের উৎসব বেকারীকে ১০০০০ টাকা, আমতল এলাকার দরবার বেকারীকে ৫০০০ টাকা জরিমানা করা হয় এবং রায়খালী এলাকার বিছমিল্লাহ বেকারীকে উৎপাদন বন্ধ করে দিয়ে সিলগালা করে দেওয়া হয়।
বোয়ালখালী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন বলেন, বোয়ালখালীর উপজেলার প্রতিটি বেকারী প্রতিনিধিকে স্বাস্থ্য সম্মত পরিবেশে খাবার উৎপাদনে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়েছে। তাদেরকে বাস্তবায়নে এক সপ্তাহের সময় দিয়ে সতর্ক করা হয় বলে জানান তিনি।