বোয়ালখালী উপজেলার ৮নং শ্রীপুর খরন্দ্বীপ জ্যৈষ্ঠপুরা ইউনিয়নের জ্যৈষ্ঠপুরায় আসন্ন শারদীয় দুর্গোৎসবে মৈত্রী সংঘ এবং দেবেন পাঠাগারের ৫০ বৎসর বর্ষপূর্তি ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এক আলোচনা সভা মৈত্রী সংঘ মাঠ প্রাঙ্গণে এলাকার সকলের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
সভায় মৈত্রী সংঘ এবং দেবেন পাঠাগারের ৫০তম বর্ষপূর্তি ও রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে বাজেট প্রণয়ন এবং ৭ দিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
গৃহিত কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, প্রতিমা প্রদর্শনী, চণ্ডীপাঠ, মৈত্রী স্মরণিকা প্রকাশ এবং উন্মোচন, গীতিনাট্য পরিবেশনা, গুণিজন সংবর্ধনা, মনোজ্ঞ সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণ।