চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বহরমপাড়া এলাকা থেকে তিনটি গরু চুরি হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২৬ জুলাই) দিবাগত রাতে একটি সংঘবদ্ধ চোরের দল ওই এলাকার মৃত আব্দুল নবী খলিফার ছেলে সৌদি প্রবাসী ফারুকের গোয়াল ঘর থেকে গরু ৩টি চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া গরু ৩টির আনুমানিক মূল্য তিন লাখ টাকা হবে বলে জানিয়েছেন প্রবাসী ফারুকের স্ত্রী কোহিনুর আক্তার।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবুল খায়ের।
এব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, ‘গরু চুরির ব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’