আনোয়ারা উপজেলা মৎস্য অধিদপ্তরের অভিযানে পাঁচ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার(২৬ জুলাই) বিকালে উপজেলার বটতলী রুস্তম হাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়ে।
অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশিদুল হোক। তাকে সহযোগিতা করেন আনোয়ারা থানার সহকারিণী পুলিশ পরিষদর্শক মো. নওফেল।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মেরিন ফিসারিজ অফিসার মো: হুজ্জাতুল ইসলাম, ফিল্ড অফিসার মো.জাহেদ আহমেদ ফিল্ড অফিসার ও অফিস সহকারী মোহাম্মদ এনামুল হক।
মৎস্য কর্মকর্তা রাশিদুল হোক বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সারা দেশে অবৈধ জাল নির্মুলে অভিযান চলাকালে বটতলী রুস্তম হাটে ৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়ে। এর আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।