চট্টগ্রামের রাউজানে রাস্তা নিয়ে বিরোধের জেরে নুরুল আলম হত্যা মামলায় তিন বছর ধরে পালিয়ে থাকা মো. আবুল কালাম ওরফে আবু নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার আবুল কালাম উপজেলার হারপাড়া এলাকার নুরুল আলমের ছেলে।
সোমবার (২৫ জুলাই) রাত ৯টায় উরকিরচর ইউনিয়নের মিয়ার ঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, নুরুল আলমের সঙ্গে মো. আবুল কালামের রাস্তা নিয়ে বিরোধ ছিল। ২০১৮ সালের ৭ জুন নুরুল আলমের বাড়িতে হামলা ও ভাংচুর করে নগদ ২ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় আবুল কালাম ও তার সহযোগীরা। এ ঘটনায় ভুক্তভোগী রাউজান থানায় অভিযোগ করতে যাওয়ার পথে হামলার শিকার হন। মামলা করলে পরিবারের সকলকে মেরে লাশ গুম করার হুমকিতে ভয় পেয়ে দীর্ঘদিন বাড়ি ছেড়ে পালিয়ে যান।
কিছুদিন পর অবস্থার উন্নতি হলে বাড়িতে ফিরে আসেন। ২০১৯ সালের ৫ জানুয়ারি সকাল ৮টায় উরকিরচর বাজারে গেলে পূর্ব পরিকল্পনায় দেশীয় অস্ত্র দিয়ে ভুক্তভোগী নুরুল আলমের উপর হামলা এবং এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে মৃত্যু নিশ্চিত করে লাশ গুম করে। পরদিন ৬ জানুয়ারি হাটহাজারী থানার চন্দ্রাবিল এলাকা থেকে ভুক্তভোগীর লাশ উদ্ধার করে পুলিশ।
এরপর ভুক্তভোগী নুরুল আলমের স্ত্রী ১৪ জনের নাম উল্লেখ করে ৫ থেকে ৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে রাউজান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মো. আবুল কালাম এ মামলায় দুই নম্বর আসামি বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, হত্যাকান্ডের পরপরই আসামিরা গা ঢাকা দেয়। তবে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে আমরা গোয়েন্দা নজরধারি অব্যাহত রেখেছিলাম। পরে গোপন সূত্রে জানতে পেরেছি মামলার দুই নম্বর আসামী মো. আবুল কালাম রাউজানের উরকিরচর ইউনিয়নের মিয়ার ঘাটা এলাকায় অবস্থান করছে। সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে সে হত্যার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।