চট্টগ্রামের রাউজানে দৈশীয় তৈরি ১২০লিটার চোলাই মদসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত তিনজনের মাঝে একজন পার্শ্ববর্তী উপজেলা রাঙ্গুনিয়ার ‘মাদক সম্রাজ্ঞী’ হিসেবে পরিচিত। তার নাম ফরিদা বেগম (৫০)।
শনিবার (২৩ জুলাই) ভোর সাড়ে ৫টায় নোয়াপাড়া ইউনিয়নের পথেরহাটের চট্টগ্রাম-কাপ্তাই সড়ক থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশ।
পুলিশ জানিয়েছে, রাঙ্গুনিয়ায় ফরিদা ‘মাদক সম্রাজ্ঞী’ হিসেবে এক নামে পরিচিত। এর আগে বহুবার মাদকসহ আটক হওয়ায় জেলে যেতে হয়েছে তাকে। এছাড়া চট্টগ্রামের কয়েকটি থানায় ফরিদার নামে একাধিক মামলা আছে বলেও জানানো হয়। ‘মাদক সম্রাজ্ঞী’ ফরিদা রাঙ্গুনিয়া পৌরসভার ৩ নাম্বর ওয়ার্ডের ইছাখালি এলাকার আদিলপুর গ্রামের মো. আনোয়ার হোসেনের স্ত্রী।
পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া অপর দুইজন তার সহযোগী। এরা হলেন- রাঙ্গুনিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইছাখালি এলাকার আদিলপুর গ্রামের মো. ওমর ফারুকের স্ত্রী ঊর্মি আক্তার (২৫) এবং একই এলাকার মৃত আবুল কালামের ছেলে মোহাম্মদ বেলাল (৩৭)।
গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে দৈশীয় তৈরি ১২০লিটার পাহাড়ি চোলাই মদ ও একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন- ‘তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’