পটিয়ার মাদক সম্রাট বাচা, ঠিকানা এখন কারাগারের খাঁচা

চট্টগ্রামের পটিয়ায় র ্যাবের হাতে অস্ত্রসহ গ্রেফতার হয়েছেন মাদক সম্রাট ও অস্ত্র ব্যবসায়ী আমানত উল্লাহ বাচা (৪০)।

সে উপজেলার কচুয়ায় ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ছৈয়দ বৈদ্যের পুত্র।

উদ্ধার করা ৪টি অস্ত্রের মধ্যে রয়েছে ৩টি পিস্তল, ১টি থ্রী কোয়ার্টার রাইফেল ও ৩ রাউন্ড কার্তুজ।

শনিবার এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।

এর আগে র ্যাব-৭ অভিযান চালিয়ে শুক্রবার রাত সাড়ে ৯টায় মাদক সম্রাট বাচাকে ১টি অস্ত্রসহ গ্রেফতার করেন। পরবর্তীতে তার স্বীকারোক্তিতে আরও ৩টি অস্ত্র উদ্ধার করা হয়।

জানা গেছে, আমানত উল্লাহ বাঁচা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার পাশাপাশি অস্ত্র ব্যবসা করে আসছিলো। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র আইনসহ বিভিন্ন অপরাধে ৭/৮টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ অভিযান চালিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার তাকে গ্রেপ্তার করে।

স্থানীয়রা জানিয়েছেন, মাদক সম্রাট বাচা দীর্ঘদিন ধরে ছোলাই মদ ও অস্ত্র ব্যবসা করে আসছিলো। তার নেতৃত্বে রাঙ্গুনিয়ার পাহাড়ি এলাকা দিয়ে ছোলাই মদ পটিয়ার বিভিন্ন এলাকায় পাচার হতো। বাচার নিজের লোক থাকার কারণে পুলিশ এতদিন থাকে গ্রেফতার করতে পারেনি।

পটিয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় থানায় একটি মামলা রেকর্ড হয়েছে।

আরও পড়ুন