চট্টগ্রামের রাউজানে পৃথক পৃথক অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে একজনের কাছ থেকে একটি বন্দুক, দুজনের কাছ থেকে মদ-গাঁজা জব্দ করা হয়েছে। বাকিরা পরোয়ানাভুক্ত পলাতক আসামি।
সোমবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ধৃত আসামিরা হলেন মো. রবিউল হোসেন ওরফে হোসেন (২২), রতন দাশ (৬৫) ও মো. জামাল (৩০), সরোয়ার উদ্দিন ও তার স্ত্রী শারমিন আকতার, মো. এমরান হোসেন।
রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন জানিয়েছেন, সোমবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয় উপজেলার হলদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে। অস্ত্র, কার্তুজসহ রবিউলকে গ্রেপ্তার করা হয় এয়াছিন নগর গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে একটি সড়ক থেকে। তার কাছে পাওয়া যায় একটি দুনলা এলজি ও দুই রাউন্ড কার্তুজ। রবিউল ওই এলাকার মো. বাহাদুর মিয়ার ছেলে।
ওসি বলেন, মদ ও গাঁজাসহ গ্রেপ্তার করা হয় তরনী দাশের ছেলে রতন দাশ (৬৫) ও মো. বাবুলের ছেলে মো. জামাল (৩০)কে । তাদের কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা ও ৩৫ লিটার ছোলাই মদ জব্দ করা হয়।
অন্যদিকে ওয়ারেন্ট আসামীরা হচ্ছে-উপজেলার কচুখাইন গ্রামের আবদুল করিমের ছেলে সরোয়ার উদ্দিন ও তার স্ত্রী শারমিন আকতার, দেওয়ানপুর গ্রামের আবদুল মোনাফের ছেলে এমরান হোসেন। তাদেরকে মঙ্গলবার চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।