চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত মিরসরাইয়ের শাহাদাত হোসেনের পরিবারের খোঁজখবর ও আর্থিক অনুদান প্রদান করেছেন বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট।
সোমবার (১১ জুলাই) সকালে মিরসরাই উপজেলার ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় গ্রামের ননাই মিয়া মীর বাড়িতে গিয়ে শোকার্ত শাহাদাত হোসেনের মায়ের হাতে সহযোগিতার অর্থ তুলে দেন। এছাড়া শাহাদাতের মাকে শান্তনা দেন এবং তাদের পাশে থাকার বিষয়ে আশ্বস্ত করেন। এসময় নিহত শাহাদাত হোসেনের মা জাহানারা বেগম, ছোট ভাই আমজাদ হোসেন ও জেঠাতো ভাই রবিউল হোসেন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শাহাদাত হোসেন মিরসরাই উপজেলার ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার ননাই মিয়া মীর বাড়ির শাহ আলম ও জাহানারা দম্পত্তির দুই মেয়ে ও দুই ছেলের মধ্যে সবার বড়। একবছর আগে শাহাদাতের বাবা শাহ আলম অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। এরপর সংসারের হাল ধরতে পড়াশোনা ছেড়ে দিয়ে পেশা হিসেবে বেছে নেন কাভার্ডভ্যান চালানো। গত ৪ জুন রাতে সীতাকুণ্ড বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার দিন কাভার্ডভ্যানের মাল আনলোড করতে বিএম ডিপোতে যায় শাহাদাত। এতে বিস্ফোরণে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে পরের দিন ৫ জুন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।