ঈদুল আযহা উপলক্ষে চন্দনাইশে ভিজিএফের চাল পাচ্ছে ১৮ হাজার ৯২২ পরিবার

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে অতিদরিদ্র অসহায় মানুষদের সহায়তার লক্ষে দুঃস্থদের জন্য খাদ্য (ভিজিএফ) কর্মসূচির আওতায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ১৮৯ দশমিক ২২ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে।

উপজেলা ত্রাণ, পুনর্বাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিস সূত্র জানায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় চন্দনাইশ উপজেলার ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের ১৮ হাজার ৯২২টি অতিদরিদ্র ও অসহায় দুঃস্থ পরিবারের জন্য চাল বরাদ্দ করা হয়েছে। তালিকাভুক্ত প্রতি পরিবারে ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। ঈদুল আযহার আগেই দরিদ্র ও নিঃস্ব পরিবারগুলোর মধ্যে ভিজিএফ চাল বিতরণ শেষ করা হবে যাতে তারা ঈদ উৎসব উদযাপন করতে পারে।

এই কর্মসূচীর আওতায় চন্দনাইশ পৌরসভায় ৪৬২১ পরিবার, দোহাজারী পৌরসভায় ১৫৪০ পরিবার, কাঞ্চনাবাদ ইউনিয়নে ২০০০ পরিবার, সাতবাড়িয়া ইউনিয়নে ১৯৭০ পরিবার, বরমা ইউনিয়নে ১৮৬১ পরিবার, বৈলতলী ইউনিয়নে ১৮৩৪ পরিবার, হাশিমপুর ইউনিয়নে ১৭৭৬ পরিবার, বরকল ইউনিয়নে ১৬৫৬ পরিবার, জোয়ারা ইউনিয়নে ৮৪০ পরিবার, ধোপাছড়ি ইউনিয়নে ৮২৪ পরিবার ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ চাল পাচ্ছে।

বৃহস্পতিবার (৭ জুলাই) বিকালে দোহাজারী পৌর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম উদ্ভোধন করেন দোহাজারী পৌরসভার প্রশাসক ও চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার।

চাল বিতরণকালে উপস্থিত ছিলেন দোহাজারী পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আবদুল শুক্কুর, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক নবাব আলী, হাজারী শপিং সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি লোকমান হাকিম, দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণুযশা চক্রবর্তী, পৌরসভার সহায়ক সদস্য রাজিয়া সুলতানা রাজু, মমতাজ বেগম লিলি, হিসাব রক্ষক জাহাঙ্গীর আলম, লাইসেন্স পরিদর্শক বিধান বড়ুয়া, কনজারভেন্সি ইন্সপেক্টর জমির উদ্দিন, দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য নুর মোহাম্মদ প্রমূখ।

আরও পড়ুন