চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পৌরসভাস্থ ৭ নম্বর ওয়ার্ডের আস্করিয়া পাড়া মাজার সংলগ্ন বোট মালিক জসিম উদ্দিন সাগরের বাড়ির আঙ্গিনায় রক্ষিত মাছধরার জালে গত রাত আনুমানিক তিনটার দিকে কে বা কারা শত্রুতামূলক পেট্রোল জ্বালিয়ে আগুনে মাছ ধরার জাল পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে আস্করিয়া পাড়ায় এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় ১২টি মাছ ধরার জাল আগুনে পুড়ে যায়। যার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৩ লক্ষ টাকা বলে জানান ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী জসিম উদ্দিন সাগর।
এ ব্যাপারে বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শুধাংশু শেখর হালদার বলেন, আস্করিয়া পাড়া এলাকায় জসিম উদ্দিনের ১২টি মাছ ধরার জাল পুড়িয়ে দেওয়ার বিষয়ে জানিয়েছেন। তবে লিখিত কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।
এ ঘটনায় ব্যবসায়ী জসিম উদ্দিন বহদ্দার বলেন, গভীর রাতে কে বা কারা আমার বাড়ির আঙ্গিনায় রক্ষিত মাছ ধরার ১২টি জাল পুড়িয়ে দেয়। এতে আমার প্রায় ১৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।