মিরসরাইয়ের জোরারগঞ্জে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে নৌকার প্রার্থী মাহবুব উর রহমান রুহেলের সমর্থকদের বিরুদ্ধে।
শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ছদরমাদিঘী এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার জোরারগঞ্জ থানার ছদরমাদিঘী এলাকায় ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনের গণসংযোগ চলছিল। ঠিক একই সময়ে নৌকা প্রতীকের প্রার্থী মাহবুব উর রহমান রুহেলের একটি মিছিল সেখানে আসে। এসময় দুই পক্ষ পাল্টাপাল্টি স্লোগান দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে গিয়াস উদ্দিনের নির্বাচনী সমন্বয়ক নিয়াজ মোর্শেদ এলিট নেতাকর্মীদের নিরাপদে সরিয়ে আনেন। এদিকে এই ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান এবং জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন।
স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনের মিডিয়া সেলের সদস্য আছিফুর রহমান শাহীন বলেন, ‘আমরা গিয়াস ভাইয়ের পক্ষে আজ গণসংযোগ করছিলাম। এ সময় নৌকার একটি মিছিল থেকে আবু তাহের, আনোয়ার হোসেন, মানারত বাবু, সুদির চন্দ্র নাথের নেতৃত্বে আমাদের ওপর হামলার চেষ্টা করা হয়। আমাদের সাথে তাদের ধস্তাধস্তিও হয়।’
তিনি বলেন, ‘আমাদের প্রচারণায় জনগণের সাড়া এবং ঈগলের গণজোয়ার দেখে তাদের মাথা খারাপ হয়ে গেছে। আমাদের শান্তিপূর্ণ প্রচারণায় এই ধরনের বাধা দেয়া নিন্দনীয়।’
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, ‘আমি এবং এসিল্যান্ড ঘটনাস্থলে গিয়েছিলাম। হামলা বা এই ধরনের কোন ঘটনা সেখানে ঘটেনি। বর্তমানে পরিস্থিতি একদম স্বাভাবিক আছে। আমরা দুই পক্ষকেই সরিয়ে দিয়েছি।’