বোয়ালখালীতে বাল্য বিয়ে : ২০হাজার টাকা জরিমানা গুনলো বর

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এক কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করে বরকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া এলাকায় একটি কমিউনিটি সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরী।

জানা গেছে, ১৬ বছর বয়সী এক কিশোরীর বিয়ের আয়োজন চলছিল। জুমার নামাজের পর বরযাত্রী কমিউনিটি সেন্টারে যায়।
কনের বয়স জন্ম নিবন্ধন অনুযায়ী ১৬ বছর। কনে চলতি বছরে এসএসসি পাস করেছে। এ ছাড়াও বোয়ালখালীতে কথিত কোর্ট ম‍্যারেজ নাম দিয়ে নোটারী পাবলিকের মাধ‍্যমে বাল‍্য বিয়ের ঘটনা ঘটছে প্রায়ই। এসব বন্ধ করতে জেলা প্রশাসকসহ আদালতের হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয় নিকাহ রেজিস্ট্রার কাজী সংগঠন।

বোয়ালখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরী বলেন, কমিউনিটি সেন্টারে বাল্য বিয়ের আয়োজন করায় বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৭ মোতাবেক বরকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। বাল্য বিয়ের কুফল সম্পর্কে অভিভাবকদের বুঝিয়ে ১৮ বছরের পূর্বে মেয়েকে বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন