সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে ১১তম দফায় দেশব্যাপী ৩৬ ঘন্টার অবরোধের প্রথম দিন মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডে উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সীতাকুন্ড যুবদলের আহবায়ক ফজলুল করিম চৌধুরৗ ও সিনিয়র যুগ্ম আহবায়ক সাহাবউদ্দিন রাজুর নেতৃত্বে অনুষ্ঠিত উক্ত বিক্ষোভ মিছিলে যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকারের গ্রহণযোগ্যতা শূণ্যের কোটায়। নিজেদের জনপ্রিয়তা তলানীতে গিয়ে ঠেকেছে বুঝতে পেরে আবারও একতরফা নির্বাচন আয়োজনে ব্যস্ত হয়ে পড়েছে। দেশে বিদেশে প্রত্যাখাত হয়ে এ সরকার এখন নিজেদের ক্ষমতা ধরে রাখতে দমন নীপীড়ন চালিয়ে বিরোধী দলকে দমন করতে ব্যস্ত হয়ে পড়েছে। দিবাস্বপ্ন দেখছে আবারও ক্ষমতা ধরে রাখার। কিন্তু তাদের এ স্বপ্ন আর পূরণ হবে না। নেতারা সীতাকুন্ডের অভিভাবক আসলাম চৌধুরীর নিঃশর্ত মুক্তি দাবি করেন।