বঙ্গবন্ধু টানেল: সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টালেন সড়কে আনোয়ারা প্রান্তের অবৈধদখলদার স্থাপনাগুলো গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার টালেন প্রান্তে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ্ আল মুমিন।
এসময় তিনি সড়কে অবৈধভাবে দখলে থাকা অর্ধশতাধিক স্থাপনা গুড়িয়ে দেন। অভিযানে স্থানীয় চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্যবসায়ীরা জানান, এলাকার কিছু লোক টাকার বিনিময়ে এসব ভ্রাম্যমাণ দোকান নির্মাণ করে ভাড়া দিয়েছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ্ আল মুমিন বলেন, ‘টালেনকে ঘিরে আশপাশ এলাকায় অর্ধশতাধিক ভ্রাম্যমাণ দোকান ও অবৈধ স্থাপনা গড়ে ওঠেছে। এতে করে টানেলের প্রবেশে বাধা সৃষ্টি হচ্ছে। সোমবার অভিযান চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করে এবং তাদের সতর্ক করা হয়।’