চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজ্বী সেলিম উদ্দীনের নেতৃত্বে ৪৮ ঘন্টার অবরোধের ১দিনে ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ির মদনহাট থেকে কাশেম জুট মিল পর্যন্ত পিকেটিং ও মিছিল করেছে সীতাকুণ্ড উপজেলা ছাত্রদল।
উক্ত মিছিলে উপস্থিত ছিলেন চটগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন, সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহেদুল হক, সদস্য সামশেদ উদ্দিন, সীতাকুণ্ড পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন রিফাত, বাড়বকুণ্ড ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন, বাড়বকুণ্ড ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক ইমরান নেওয়াজসহ প্রমুখ।
এসময় বক্তারা অবরোধ সফল করতে নানা শ্লোগান দিয়ে রাজপথে টায়ার জ্বালিয়ে অবস্থান নেন। সেই সাথে কেন্দ্রীয় বিএনপি’র যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীর মুক্তির দাবি জানান।