মিরসরাইয়ের ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।
করেরহাট ইউনিয়নের সকল সামাজিক সংগঠন এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের খেলোয়াড়দের মাঝে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (৫ নভেম্বর) বিকালে চট্টগ্রাম উদ্যোগে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
জানা গেছে, করেরহাট ইউনিয়নে বেশকিছু সামাজিক সংগঠন রয়েছে যারা নিয়মিত বিভিন্ন খেলাধুলার আয়োজন করেন। এছাড়া করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় প্রতিবারই উপজেলা ও জেলা পর্যায়ে ক্রীড়া ক্ষেত্রে সফলতার সাক্ষর রেখেছে। তাদের অনুপ্রেরণা দেওয়ার জন্যই ক্রিকেট, ফুটবল ও ব্যাডমিন্টন খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে৷
করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন বলেন, ‘সাতবারের নির্বাচিত এমপি সাবেক সফল মন্ত্রী প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ও আগামীর অভিভাবক মাহবুব রহমান রুহেল ভাইয়ের পক্ষ থেকে করেরহাট ইউনিয়নের সকল সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের খেলোয়াড়দের মধ্যে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। করেরহাট ইউনিয়নকে শিক্ষা, ক্রীড়া, সাংস্কৃতিক অঙ্গনে এগিয়ে নিয়ে যেতে আমি সবসময় পাশে আছি।’
ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি-সম্পাদক, ছাত্র-ছাত্রী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।