হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম তানভির হাসান 

‘হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’ চট্টগ্রাম দক্ষিণের আওতাধীন বাঁশখালী উপজেলা শাখার হিফজুল কুরআন প্রতিযোগিতায় তানভির হাসান (৮) নামে এক শিশু শিক্ষার্থী ‘ক’ গ্রুপে অংশগ্রহণ করে প্রায় ‘শতাধিক’ প্রতিযোগীকে পেছনে ফেলে সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন। সে বাঁশখালী উপজেলার শীলকূপের মনকিচর জালিয়াখালী নতুন বাজারস্থ দারুণ নাজাত আদর্শ মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী।

গত ৪ নভেম্বর হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে চট্টগ্রাম দক্ষিণের আওতাধীন বাঁশখালী উপজেলা শাখার হিফজুল কুরআন প্রতিযোগিতা জমকালো আয়োজনের মাধ্যদিয়ে বৈলছড়ি দারুল উলুম মারকাজুচ্ছুন্নাহ মাদরাসায় সম্পন্ন হয়েছে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম বাঁশখালী শাখার প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা ওসমান, সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা হেলাল উদ্দীনসহ জেলা, উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ।

তানভির হাসান ‘ক’ গ্রুপে প্রথম স্থান অধিকার করে জেলা পর্যায়ে উত্তীর্ণ হয়। সে শীলকূপ ইউনিয়নের মনকিচর গ্রামের জালিয়াখালী নতুন বাজারস্থ প্রবাসী নুর মোহাম্মদের ছেলে। পুরষ্কার হিসেবে তাকে নগদ অর্থ, ক্রেস্ট, প্রশংসাপত্র, সনদসহ ইয়েস কার্ড প্রদান করা হয়।

দারুন নাজাত আদর্শ মাদরাসার পরিচালক হাফেজ মুহাম্মদ সেলিম উদ্দীন বলেন, ‘তানভির হাসান আমাদের গর্ব। সে মেধাবী শিক্ষার্থী। তার অর্জনে আমরা গর্বিত। ছোট ছোট অর্জনগুলো আমাদের শিক্ষার্থীদের বড় অর্জনের প্রতি উৎসাহিত ও উদ্বুদ্ধ করবে বলে আমরা বিশ্বাস করি। আমরা আশাবাদী আরো বড় পরিসরে আরও ভালো রেজাল্ট করতে পারবো। তাছাড়া আমাদের মাদরাসা থেকে এবারের প্রতিযোগিতায় আরো তিনজন শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে উত্তীর্ণ হয়েছে।

আরও পড়ুন