মিরসরাইয়ে যাত্রীবাহী বাসের ব্যাকলাইটের ভেতরে লুকিয়ে রাখা ৬ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। এসময় বাসটি জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত ১১ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই থেকে ইয়াবাসহ বাসটি জব্দ করা হয়।
আটককৃতরা হলেন ফেনী জেলার পরশুরাম উপজেলার মীর্জানগর ইউনিয়নের কাউতলী গ্রামের মিরাজ হোসেনের ছেলে সাইফুল ইসলাম শাকিল (২৫) ও একই জেলার সদর উপজেলার বিরিঞ্চি এলাকার মৃত নুরুল করিমের ছেলে শেফায়েত(২৩)।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ইয়াবা নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে নাহার মোটরস পরিবহনের একটি বাস থামানো হয়। তল্লাশীকালে বাসের ব্যাকলাইটের ভেতর লুকানো অবস্থায় ৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় পাচারের সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়।
ওসি আরো বলেন, এই ঘটনায় মাদক আইনে মামলা হয়েছে। আটককৃতদের গ্রেফতার দেখিয়ে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।