অবরোধে মিরসরাইয়ে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের অবরোধকে কেন্দ্র করে মিরসরাইয়ে পুলিশের সঙ্গে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৩০ অক্টোবর) রাতে মিরসরাই ও জোরারগঞ্জ থানা পুলিশের সঙ্গে সমন্বয় করেছে বিজিবি৷ মোতায়েনের পরপর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল জোরদার করেছে বিজিবি।

এ বিষয়ে মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, রামগড় ও চট্টগ্রাম ব্যাটালিয়ন থেকে ৪ প্লাটুন বিজিবি মিরসরাই ও জোরারগঞ্জ থানায় মোতায়েন করা হয়েছে৷ তিনদিন অবরোধে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা ও মহাসড়কে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করবে বিজিবি।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন বলেন, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে যেকোন নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে মিরসরাই উপজেলায় ৮ বিজিবি চট্টগ্রাম থেকে ২ প্লাটুন, ৪৩ রামগড় বিজিবি থেকে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করেছেন জেলা প্রশাসক।

আরও পড়ুন