চট্টগ্রামের বাঁশখালীতে সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় রফিক আহমদ (৭০) নামে এক বৃদ্ধা নিহতের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। উপজেলার কাথরিয়া ইউনিয়নের বাগমারা অলিশাহ্ মার্কেটের সামনে এ ঘটনাটি ঘটে।
নিহত রফিক আহমদ ওই এলাকার বাগমারা ২নম্বর ওয়ার্ডের ব্যাংকার আয়ুব আলী বাড়ীর মৃত মফজল আহমদের পুত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাগমারা বায়তুশ শরফ জামে মসজিদ থেকে যোহরের নামাজ পড়ে বাড়িতে ফেরার সময় মালবোঝায় ট্রাকের চাপায় গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ছেলে মোরশেদ জানান, প্রিমিয়ার কোম্পানীর সিমেন্ট বোয়াঝাই একটি ট্রাক আলিশাহ্ মার্কেটের সামনে রেখে মাল ডেলিভারী দিচ্ছে। এ সময় ড্রাইভার থেকে চাবি কেড়ে নিয়ে বাগমারা ৩নম্বর ওয়ার্ডের মেম্বার আবু তালেব গাড়ীটি চালায়। আমার বাবা বাগমারা বায়তুশ শরফ জামে মসজিদ থেকে যোহরের নামায পড়ে বাড়িতে ফিরছিলেন। সড়কের পাশ দিয়ে হাঁটছিলেন তিনি। এ সময় বাবাকে ট্রাক চাপা দেয় আবু তালেব। একইসাথে সড়কের পাশে থাকা একটি সিএনজিকেও চাপা দেয়।
এ বিষয়ে জানতে চেয়ে কাথরিয়া ইউপির ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার আবু তালেবকে বার বার ফোন করেও পাওয়া যায়নি।
বাঁশখালী থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দীন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। এ সময় ট্রাকটিকে জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে অভিযুক্ত চালক পালিয়ে যায়। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে বলে জানান তিনি।