রবিবার দিবাগত রাতে আখেরী মোনাজাতে শেষ হবে ১৯দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল
চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলা চুনতির ঐতিহাসিক ১৯ দিনব্যাপী ৫৩তম আন্তর্জাতিক সীরতুন্নবী (স.) মাহফিল রবিবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে সোমবার ফজর নামাজের আগে আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে। এ বছর মাহফিল শুরু হয়েছিল ২৭ সেপ্টেম্বর। ৫৩তম এ আয়োজনের সমাপনী দিবসে আখেরী মোনাজত পরিচালনা করবেন ড.মাওলানা এনায়েত উল্লাহ আব্বাসী আস ছিদ্দিকী।
সীরতুন্নবী (সঃ) মাহফিলের মিডিয়া ও প্রচার উপ-কমিটির সদস্য সচিব যাহেদুর রহমান বলেন, প্রতি বছরের ন্যায় এবারও শুরু থেকে মিডিয়া আমাদেরকে নানাভাবে সহযোগিতা করেছে। আখেরী মোনাজাতের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। লক্ষাধিক মানুষ প্রতিবছর দেশের শান্তি সমৃদ্ধি কামনা ও আল্লাহর নৈকট্য লাভের আশায় প্রতিছর লাখো মানুষ মোনাজাতে অংশ নেন।
উল্লেখ্য, প্রখ্যাত আলেমেদ্বীন হযরত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহমদ (রহ: আ:) ইসলাম ধর্ম ব্যাপক প্রচারের লক্ষ্যে রসুল (স.)-এর শানে এ মাহফিল ১৯৭২ খিস্টাব্দে প্রবর্তণ করেন। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ৫৩তম সীরতুন্নবী (স.) মাহফিল আগামী ২৭ সেপ্টেম্বর শুরু হয়ে এবং ১৫ অক্টোবর দিবাগত রাতে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।
১৯ দিনব্যাপী সীরাতুন্নবী মাহফিলের ৫৩ তম আয়োজন শুরু ২৭ সেপ্টেম্বর