ফটিকছড়িতে বিদ্যুস্পৃষ্টে যুবকের প্রাণহানি
ফটিকছড়িতে পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টেজ লাইনে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফটিকছড়ি নাজিরহাট পৌরসভাধীন রশিদাপুকুর সংলগ্ন আতাউল্লাহ পাড়ার নুরুল আলম ভবন নামক এক ভবনের পাশে এ ঘটনা ঘটে। নিহত যুবক নাজিরহাট পৌরসভাধীন কুম্ভারপাড়া বড় বাড়ির হোসেনের পুত্র মোহাম্মদ জাহেদ (৩০)। তিনি নববিবাহিত স্ত্রীকে নিয়ে ওই ভবনে ভাড়া থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে শুকাতে দেয়া কাপড় আনার জন্য নিহত জাহেদ ছাদে ওঠে। ছাদে ওঠে দেখতে পান কাপড়ের একটি অংশ বিদ্যুতের তারের খুব নিকটে। সেটি সংগ্রহ করতে গিয়েই তিনি বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
খবর পেয়ে ফটিকছড়ি উপজেলা ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা লাশ উদ্ধার করে।
এদিকে এই ঘটনায় পল্লী বিদ্যুৎ উদাসীনতা ও ভবনের মালিকের গাফিলতিকে দায়ী করে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন।